শিশুনিপীড়নের অভিযোগে উত্তাল এনায়েতপুর
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:১৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ছোট চৌহালী গ্রামে একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি নাঙ্গলমোড়া গ্রামের প্রবাসী এক ব্যক্তির ৯ বছর বয়সী পুত্র।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন ২০২৫ তারিখে মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হেলাল উদ্দিন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নান্নু মিয়ার ছেলে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ২ জুলাই (বুধবার) দিনব্যাপী ছোট চৌহালী গ্রামে বিচারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। শত শত এলাকাবাসী এতে অংশগ্রহণ করে অভিযুক্ত শিক্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একজন প্রতিবাদকারী বলেন, ‘এ ধরনের জঘন্য ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলে দেয়। দ্রুত বিচার না হলে ভুক্তভোগীদের আস্থা হারিয়ে যাবে।’
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।