এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে চলছে জরাজীর্ণ দৌলতপুর-চুকনগর সড়কের সংস্কার
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:৪৩

পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দে। সেখানে জমেছে বৃষ্টির পানি। অনেক জায়গায় কাঁদা উঠে গেছে। ইচ্ছে করলে চাষ দিয়ে ধান রোপণও করা যায়।
খুলনার ডুমুরিয়ায় দৌলতপুর-চুকনগর সড়কটি এমন বেহাল। এক যুগেরও বেশি সময় ধরে দৈনদশায় ভুগছে সড়কটি। সংস্কারের অভাবে পিচঢালাই ও ইট-খোয়া উঠে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ফলে যাতায়াতে দুর্ভোগ চরমে উঠেছে এ অঞ্চলের মানুষের।
সড়কের আমভিটা বাজারে ক্ষতিগ্রস্থ একটি অংশে স্থানীয় জামায়াত নেতাদের হস্তোক্ষেপে ইট-বালি দিয়ে আশু মেরামত করেছে স্থানীয়রা।
বুধবার (২ জুলাই) ভোর থেকে ১০টা পর্যন্ত এলাকার অর্ধশত লোকজন সড়ক মেরামত কাজে অংশগ্রহণ করেন।
জানা যায়, চুকনগর বাজার থেকে দৌলতপুর মহাসিন মোড় পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মিকশিমিল, ঘোনা, তালবুনিয়া, শাহপুর বাজার, রামকৃষ্ণপুর, শলুয়া, আমভিটা বাজার এলাকায় কার্পেটিং উঠে খুবই খারাপ অবস্থায় পরিণত হয়েছে।
সড়কের পাশ দিয়ে মাছের ঘের হওয়ায় অনেক জায়গায় ধ্বসে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই সড়কে। বছরের পর বছর বেহাল দশায় থাকা গুরুত্বপূর্ণ সড়কের আমভিটা বাজার এলাকায় আশু সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
জামায়াত নেতা মাওলানা সিরাজুল ইসলাম জানান, ‘সড়কটি দীর্ঘ এক যুগেরও বেশি ধরে অবহেলিত। এখানে সংস্কারের কোন উদ্যোগ নেয়না কর্তৃপক্ষ!
উপায়ন্ত না পেরে আমরা উদ্যোগি হয়ে আশু মেরামতের কাজ করেছি। সকালে ইট-বালি দিয়ে গর্ত পূরণ করে যানচলাচলের ব্যবস্থা করা হয়েছে। এলাকাবাসী সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।’