মান্দায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:৪৭

নওগাঁর মান্দায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদে ৪ শত জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এসময় গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম , ইউ’পি সদস্য বিমল কুমার, শামসুল ইসলাম, আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, আব্দুস সালাম, আস্তান আলী মোল্লা এবং হামিদুর রহমান প্রমূখ। এর আগে গত মঙ্গলবার ৩ নং পরানপুর ইউনিয়নে ১০৩ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এসময় প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, সম্প্রতি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। এছাড়াও অত্র এলাকার অসংখ্য গাছপালা এবং বেশকিছু বসতবাড়ির টিন উড়ে যায়। এরপর ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া স্যার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এসব চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।