জুনে প্রতিদিন সড়কে গড়ে ঝরল ২৩ প্রাণ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:৫২

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহীত

গত জুন মাসে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনায় ৬৯৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮৬৭ জন। এই হিসাবে জুন মাসে বিভিন্ন সড়কে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২৩ দশমিক ২ জন।

এর আগে মে মাসে দুর্ঘটনায় ৫৮৭ জন নিহত হয়েছিলেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৮ দশমিক ৯৩ জন। এই হিসেবে প্রাণহানি বেড়েছে ২২ দশমিক ৫৫ শতাংশ। 

বুধবার (২ জুলাই) সকালে রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনার এ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে।

গত জুন মাসে ২৫৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৮ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ১৫ শতাংশ। দুর্ঘটনায় ১২০ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৭ দশমিক ২৪ শতাংশ। 

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২৯৬টি জাতীয় মহাসড়কে, ২৪৩টি আঞ্চলিক সড়কে, ৫৯টি গ্রামীণ সড়কে, ৮৭টি শহরের সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৭টি মুখোমুখি সংঘর্ষ, ৩০৬টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৪টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৭৬টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি অন্যান্য কারণে ঘটেছে।

গত জুন মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৩৪টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। 

সবচেয়ে কম চাপাইনবাবগঞ্জ জেলায়। এই জেলায় ৬টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। 

রাজধানীতে ৬২টি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।