কাপাসিয়ায় যুবক নিহতের ঘটনায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৫:৫৮ | আপডেট: ০২ জুলাই ২০২৫, ১৬:২২

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান: ছবি যায়যায়দিন

গাজীপুরের কাপাসিয়ায় যুবক মো. নাঈম (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় নিজেকে জড়িয়ে প্রচারিত মিথ্যা সংবাদ নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

উল্লেখ্য, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে গণপিটুনিতে নিহত হন নাঈম। হত্যাকাণ্ডটি স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করলেও, পরদিন যমুনা টেলিভিশনে প্রচারিত খবরে বিএনপি নেতা হিসেবে পরিচিত এক ব্যক্তিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ ওঠে।

বুধবার (২ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঘটনার দিন বা তার পূর্বে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং ওই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বরং আমি দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদ পড়ে বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিএনপি ও আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।’

নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমি এ ঘটনার প্রকৃত তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি যমুনা টেলিভিশনে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা সত্য ও নিরপেক্ষতার পথে থাকবেন। বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে নিরপরাধ কাউকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা সংবাদপত্র ও সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।’ 

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,গাজীপুর জজ কোর্টের পি.পি মোঃ আবু তাহের নয়ন,গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম সরকার এবং  স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।