দেশে এসে পৌঁছেছে সৌদিতে নিহত জকিগঞ্জের সামাদের লাশ 

বৃহস্পতিবার জানাযা

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৬:১৮

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
দালালের খপ্পরে পড়ে সৌদিতে নিহত জকিগঞ্জের আব্দুস সামাদ: ফাইল ছবি

দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে নিহত জকিগঞ্জের আমলসীদ গ্রামের আব্দুস সামাদের লাশ আজ বুধবার (২ জুলাই) দুপুরে দেশে এসেছে। বহু নাটকীয়তার পর অবশেষে দেশে আনা হলো লাশ। 

পরিবারের অভিযোগ, দালাল কবির আহমদ অনিকের মাধ্যমে সৌদি আরব যান সামাদ। সেখানে নিয়ে দীর্ঘ ৮ মাস অমানবিক নির্যাতনের শিকার হয়ে ২৪ মে তার মৃত্যু হয়। 

তারা জানায়, মৃত্যুর পরও বিষয়টি গোপন রাখে দালাল অনিক। তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়নি! পরে পরিবার জানতে পারলে অনিকের পিতা অহিদুর রহমান ও তার পরিবার গভীর রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এখনো তারা পলাতক রয়েছে। 

আব্দুস সামাদের পিতা, ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ‘দালাল অনিক আমার ছেলেকে সৌদি আরবে নিয়ে কাজ দিতে পারেনি, সারাদিনে এক বেলা খাবার দিতো। মৃত্যুর আগে সামাদ কল দিয়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে বলে। সে জানায় তাকে অন্ধকার রুমে আটকে রাখা হয়েছে।’

একজন প্রবাসী জানান, সে দীর্ঘদিন কাজ না পেয়ে অভুক্ত ছিল, সম্ভবত খাওয়ার কষ্টে আত্মহত্যা করেছে।

এর আগে দেশে লাশ ফেরত পাঠানোর জন্য অনিকের পক্ষ থেকে দাবি করা হয়, তার বিরুদ্ধে বা পরিবারের বিরুদ্ধে যেন কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয়—এমন মুচলেকা দিতে হবে। পরে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত মরদেহ ফেরতের দাবি জানায়।

সামাদের মরদেহ অবশেষে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তার আত্মীয় স্বজনরা লাশ রিসিভ করে বাড়িতে নিয়ে আসছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমলশিদ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।