পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৬:২৯

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
যায়যায়দিন

নেত্রকোনার পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের পার্টনার কর্মসুচীর আওতায় বর্ণাঢ্য আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসুচির মধ্যে ছিল আলোচনা সভা, বিভিন্ন প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, গাছের চারা  ও পুরস্কার বিতরণ ইত্যাদি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ  অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। নেত্রকোনা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান  এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার  রেজওয়ানা কবির, 

সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, পার্টনার পোগ্রামের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মোঃ সালাউদ্দিন কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.যোবায়ের হোসেন।

উপ- সহকারি কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষন) মো. রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সাজ্জাতুল নিলয়, কৃষাণী হাসনা হেনা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন।

 এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, বিএনপি নেতা আব্দুল মানান, কুষকদল নেতা মোঃ শামীম আহমেদ, জামায়াত নেতা, তাজুল ইসলাম বাবুলসহ সাংবাদিক, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কৃষক কৃষাণী ও সুধী বৃন্দ।

পার্টনার পোগ্রামের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. মোঃ সালাউদ্দিন কায়সার জানান, পার্টিনার হচ্ছে কৃষকদের নিয়ে কার্যক্রমের একটি প্রোগ্রামের সংক্ষিপ্ত রুপ। যার পুর্ণরুপ হচ্ছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেজিলিয়েন্স ইন বাংলাদেশ। 

আর কংগ্রেস হচ্ছে কুষকদের নিয়ে মিলন মেলা। এই প্রোগ্রামের মাধ্যমে কৃষদের উন্নত প্রযুক্তির ব্যবহার, কীটনাশক ব্যবহারে সচেতনতা, বীজ সংরক্ষন পদ্ধতি, রাসায়নিক সরা জৈব সার ব্যবহারে করনীয় ইত্যাদি কৃষি বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়। এছাড়া কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান, উন্নত চাষাবাদ পদ্ধতি প্রবর্তন এবং কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণের বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা লাইজু বলেন, আমাদের সুস্থ থাকতে হলে ভালো খাবার নিশ্চিত জরুরি। ভালো খাবার নিশ্চিত করতে চাইলে অবশ্যই কৃষকদের সচেতন হতে হবে। জমিতে সার, জৈব বলাই ও কীটনাশকের প্রয়োগের ক্ষেত্রে অধিক সচেতন হতে হবে। কারণ এসবের মাধ্যমেই নিশ্চিত হবে আমাদের সুস্বাস্থ্যের। আর অধিক উৎপাদনের ক্ষেত্রে উন্নতজাতের বীজ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।  

শেষে কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরন করা হয়।