কুমিল্লা পুলিশের আইন লঙ্ঘন: একদিনে ১৪টি মামলা
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৭:৫৭

কুমিল্লা পুলিশের আইন লঙ্ঘন: একদিনে ১৪টি মামলা ও ২৩৫০০ টাকা জরিমানা সড়কের আইন-শৃঙ্খলা ফেরতের কাজ করছে কুমিল্লা হাইওয়ে পুলিশ । এর ধারাবাহিকতায় ২ জুলাই বুধবার৷ কুুমিল্লা: লালমাই থানাধীন ফয়েজগঞ্জ এলাকায় লালমাই উপজেলা প্রশাসন৷ জেলার লালমাই: উপজেলা নির্বাহী অফিসার হিমদ্রী খীসা। ও লাকসাম ক্রসিং হাইওয়ে থানার যৌথ চেকপোস্ট। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আদেল আকবর। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪ টি মামলাও ২৩৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।
আজ বুধবার লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আদেল আকবর। তথ্য জানান।
তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে হাইওয় পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সারাদিন কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একদিনে ১৪টি মামলা ও ২৩৫০০ টাকা জরিমানা করা হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।