চুয়াডাঙ্গার সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহতে
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৮:০২

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী ইব্রাহিম বাবু (৩২) নামে এক কৃষক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার (২জুলাই) দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন।
নিহতের পরিবার ও তার পিতা দামড়হুদা ঝাজাডাঙ্গা গ্রামের মোঃ নুর ইসলাম জানান ঐদিন আমার ছেলে মোঃ ইবরাহিম বাবু সহ ৪/৫ জন বেলা সাড়ে ১২ টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়।
এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বি এস এফ ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে সে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্হলেই মারা যায়। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বি এস এফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সাথে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান জানান ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বি এস এফ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানান একদল স্বর্ণ চোরাকারবারির সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।