ডেঙ্গু প্রতিরোধে নীলফামারী জেলা কারাগারে মশক নিধন কার্যক্রম
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৮:২০ | আপডেট: ০২ জুলাই ২০২৫, ১৮:২৬

ডেঙ্গু প্রতিরোধে এবং মশাবাহিত রোগ রোধে নীলফামারী জেলা কারাগারে বুধবার (২ জুলাই) সকাল ১১টায় সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মো. ফারুক হোসেন।
কারা কর্তৃপক্ষ জানান, বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে কারাগারে আটক বন্দীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কারাগারের অভ্যন্তরে ও আশে পাশের এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা, জৈব ও রাসায়নিক স্প্রে, ড্রেন ও স্থায়ী জলাবদ্ধ স্থানে লার্ভা নাশক প্রয়োগ করা হচ্ছে।
জেল সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কারাগার একটি জনবসতিপূর্ণ পরিবেশ। তাই এখানকার প্রত্যেক বন্দি ও কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।
শুধু অভিযান নয়, সচেতনতাও জরুরী। আমরা সপ্তাহ জুড়ে পরিছন্নতা কার্যক্রমের পাশাপাশি বন্দীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেব।
এই অভিযানে কারা কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরসভা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহায়তা প্রদান করছে। এই কার্যক্রমে কারাগারের প্রতিটি সেল, বারান্দা, রান্নাঘর, শৌচাগার, ড্রেন ও জলাবদ্ধ স্থান সমূহে বিশেষ পরিছন্নতা অভিযান পরিচালিত হবে।