ত্রিশালে নিখোঁজের পরদিন মরদেহ উদ্ধার
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৮:৪২

ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পরদিন পুকুর থেকে মো. মনির (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, নিহত মনির দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেল থেকে নিখোঁজ ছিলেন।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিঘুরকান্দা গ্রামের শরিফুল ইসলামের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তবে তিনি মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত ছিলেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।