মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৯:২৩

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালীর একটি হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত: ছবি যায়যায়দিন

ফরিদপুরের মধুখালীতে ৫জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকাল ৪টায় উপজেলার মধুখালী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ নং ধারায় ফুটপাতের দোকান, অপরিষ্কার ও  খাবারের মান খারাপ হওয়ায় ব্যবসায়ী মো. শাওনকে ২০০০ টাকা এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ০৭ ধারায় হাজী বিরানী হাউজের মালিক মো. জুয়েল, 
অশোক স্টোরের মালিক অপু বিশ্বাস, দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমানসহ প্রত্যেককে ১ হাজার টাকা করে এবং সোহাগ সাহা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুর রহমান বলেন, ‘ ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’