মুকসুদপুরে ইয়াবাসহনারী মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৯:৫৭

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের গোপ্তারগাতী গ্রামে ১০৫ পিস ইয়াবাসহ রাবিয়া আক্তার (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক রাবিয়া আক্তার গোপ্তারগাতী গ্রামের মেহেদী শিকদারের স্ত্রী এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় মাদক বিস্তার ও বেচাকেনার একাধিক অভিযোগ ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি সঙ্গীয় পুলিশ দল নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাবিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করা ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাবিয়া আক্তার বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(খ) ধারা লঙ্ঘন করে একই আইনের ৩৬(১) সারণির ক্রমিক ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে উল্লেখ করে মুকসুদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনসচেতনতা ও তথ্যভিত্তিক তৎপরতার মাধ্যমে মাদক ব্যবসায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।