সোনাগাজীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ফেনী পুলিশ সুপার
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ২০:৩০

ফেনীর সোনাগাজীর অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণকৃত এলাকা পরিদর্শনে গেলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এরপর তিনি সোনাগাজী মডেল থানায় এসে নাগরিক সেবা কর্যক্রমও পরিদর্শন করেন।
বুধবার (২ জুলাই) সকাল ১১ টার সময় পরিদর্শনে যান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সোনাগাজীর অর্থনৈতিক অঞ্চলের জন্য সরকার কর্তৃক নির্ধারিত অধিগ্রহণকৃত জমি একটি অসাধু সিন্ডিকেট জবর দখল করে রেখেছে এমন বেশকিছু অভিযোগের ভিত্তিতে তিনি আজ এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সোনাগাজী মডেল থানায় এসে অস্ত্রাগার, মালখানা, খাবারের মেস, ফোর্সের আবাসন ব্যবস্থা, থানা কম্পাউন্ড ও থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসহ সার্বিক বিষয়ে তদারকি করেন।
পরে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্), সিনিয়র সহকারী পুলিশ সুপার, সোনাগাজী দাগনভূইয়া সার্কেল সৈয়দ মোমিদ রাইহান,সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইজিদ আকনসহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স।