৬ মাসের সাজা! গ্যাস সিলিন্ডার ও মালামাল জব্দ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ২৩:১০

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে  গ্যাসের বদলে  বাতাস ভর্তি করে বাজারজাত করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে  গ্যাসের বদলে  বাতাস ভর্তি করে বাজারজাত করার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় সিলিন্ডার,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে এবং মোহাম্মদ ইলিয়াছ নামে একজনকে আটক করে ৬ মাসের সাজা দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল। 

অভিযোগ রয়েছে একটি চক্র উত্তর কলাউজান তৈইল্লাপুকুরের  পাড়স্থ খালেদাদ খাঁন পাড়া এলাকায় প্রতারণার আশ্রয় নিয়ে গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে এবং বড় বড় দামি দামি কোম্পানীর স্টিকার লাগিয়ে সিলিন্ডার বিভিন্ন এলাকায় বাজারজাত করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলাউজান পাড়স্থ খালেদাদ খাঁন মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযান কালে কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টুসহ লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা, ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

সুত্রমতে, উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান তৈইল্লাপুকুরের পাড়স্থ খালেদাদ খাঁন পাড়া এলাকায় প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন থেকে  গ্যাস সিলিন্ডারে অর্ধেক গ্যাস,বাকি অর্ধেক বাতাস ভর্তি করে এবং বড় বড় দামি দামি কোম্পানীর স্টিকার লাগিয়ে সিলিন্ডার বিভিন্ন এলাকায় বাজারজাত করছিল একটি চক্র। 

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালিত করে কিছু সিলিন্ডার বোতল,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।এবং মোহাম্মদ ইলিয়াছ নামে একজনকে আটক করে ৬ মাসের সাজা দেয়া হয়।

কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টো বলেন, গ্যাস সিলিন্ডারে, গ্যাসের বোতলে অর্ধেক হাওয়া ও অর্ধেক গ্যাস ভর্তি বাজারজাত করা এবং গ্যাস সিলিন্ডারে বড় বড় কোম্পানীর স্টিকার লাগিয়ে বড় ধরণের প্রতারণার সামিল। 

অভিযান পরিচালনা করায় এসিল্যান্ড মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন, বাহিরে মুরগির ফার্ম কিন্তু ভিতরে একটা মেশিনের মাধ্যমে সিলিন্ডারে হাওয়া আর অল্প গ্যাস দিয়ে বসুন্ধরা কোম্পানীসহ বিভিন্ন ব্রান্ডের বোতল ব্যবহার করে সেখানে স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল একটি চক্র।এটি বড় ধরণের প্রতারণা। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খালি সিলিন্ডার,হাওয়ার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। 

অভিযানকালে ঐ অন্যায় কাজে জড়িত থাকার দায়ে খালাদাদ খাঁন এলাকার আবদুশ শুক্কুরের পুত্র মোহাম্মদ ইলিয়াছ নামে একজন আটক করে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। সুত্রমতে সে কলাউজান ইউনিয়ন  ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির নেতা বলে জানা যায়। এ সময়  ১৬৭টি গ্যাসের বোতল ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।