টাঙ্গুয়া হাওরে মদের বোতল হাতে নারীর ভিডিও ভাইরাল

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ২৩:১৮

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
”সুন্দরী রুমি”নামের ফেইসবুক আইডি থেকে ভিডিওিটি আপলোড দেয়া হয়েছে। 

দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়া হাওর। মিঠা পানির এ জলাভূমিতে মাছ,পাখির বদলে শোভা পাচ্ছে মদের বোতল। বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গুয়া হাওরে এক নারীর হাতে মদের বোতলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

”সুন্দরী রুমি”নামের ফেইসবুক আইডি থেকে ভিডিওিটি আপলোড দেয়া হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, মদের বোতল হাতে নিয়ে মদ পান করতে করতে ছোট নৌকা করে ঘুরছেন তিনি। 

কখনো পানিতে নেমে বোতল থেকে ওয়ান টাইম প্লাস্টিকের কাপ দিয়ে মদ পান করছেন । আবার সেই ভিডিওগুলো তার ফেইসবুক ফেইস বুক আইডি রুমি থেকে আপলোড দিচ্ছেন।  

আপলোড দেয়ার পর বেসামাল এ নারীর উম্মাদনার খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়।

পরিবেশ কর্মী প্রভাষক আবু সাইদ বলেন, টাঙ্গুয়া হাওরে মদের বোতল হাতে ভাইরাল নারীর ভিডিওটি আপত্তিকর। ফেইসবুকে অনেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

টাঙ্গুয়া হাওরে অনিয়ন্ত্রিত হাউজবোট যাতায়াতের কারনে এ সব অপকর্ম হচ্ছে। হাউজবোট নিয়ন্ত্রন এখন সমযের দাবী।

হাউসবোট ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে মদের বোতল হাতে এক নারীর একটি ভিডিও এবং বেশ কিছু ছবি আমাদের নজরে এসেছে। 

নারী একটি ছোট নৌকা করে ঘুরে ঘুরে মদের বোতল হাতে রিলস করেছেন। হাওরের অপার সম্ভাবনার এ পর্যটন খাতকে ধ্বংস করতে নারীর এমন আচরণ আমাদেরকে হতবাক করেছে। 

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, ভিডিওটি আমিও দেখেছি। কোন হাউজবোটে মেয়েটি এসছে তার খোজ নিচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড যাতে না হয় সবাইকে সতর্ক থাকতে বলেছি।