বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৫

যাযাদি ডেস্ক
প্রতীকি ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ড আবেদন করা নিয়ে বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (০২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ মথুরাপুর দর্গাতলা এলাকার খেলাফত হোসেনের ছেলে। অভিযুক্ত পলাশ হোসেন (৩৩) মথুরাপুর কলেজ পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইনে ভিজিএফের (দুস্থ ভাতা) কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে পলাশের সঙ্গে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর স্কুল বাজার এলাকায় অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে