পটিয়া থানার ওসি প্রত্যাহার
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ০৭:৪৮

আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে জানান, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে পটিয়া থানায় এক ছাত্রলীগ কর্মীকে হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
তবে পুলিশ গ্রেফতার না করে উল্টো আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে।
পরে বুধবার সকালে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা পটিয়া থানার সামনে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভে তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় গিয়ে আবারও অবরোধ করেন।