প্রসেডিন্টে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
মান্দায় কৃষকদলের মাসব্যাপী সবুজায়ন র্কমসূচি
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১০:২৪

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলা শাখার আয়োজনে মাসব্যাপী সবুজায়ন কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি’র উদ্বোধন করা হয়। এসময় মান্দা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এম. এ মতিন।
এসময় মান্দা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) মলয় কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মামুনুর রশিদ,জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু,সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহীনূর ইসলাম শাহীন, মাসুদ রানা ও সোহরাব হোসেন এবং সদস্য এনামুল হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক এস এম সাহিদুজ্জামান সোহান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান মানিক, মান্দা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ,কে এম নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল,ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, মান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা,মৈনম ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
এছাড়াও বিএনপি,কৃষকদল,যুূবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিকদল,মৎসজীবি দল,মহিলাদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি এম.এ মতিন বলেন, বর্তমানে সারাদেশ এক অস্বাভাবিক তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। এই অসহনীয় গরম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এটি কেবল অক্সিজেন সরবরাহ করে না, মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং পরিবেশকে শীতল রাখে। অপরিকল্পিত বৃক্ষ নিধনের ফলে আমরা আজ প্রকৃতির রোষানলে পড়েছি। এই সংকট থেকে মুক্তি পেতে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে।
এসময় অন্যান্য বক্তারা বলেন, পরিবেশ বাঁচাতে এবং তাপমাত্রা স্বাভাবিক রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত হবো না, এগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করব। দেশের প্রতিটি নাগরিককে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে।
এ কর্মসূচিতে প্রায় ৫-৭ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এ কর্মসূচি’র মাধ্যমে প্রতিটি ইউনিয়ন মিলে প্রায় ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।