টঙ্গীবাড়িতে  খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষক-ছাত্র-জনতার মানববন্ধন

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১০:২৪

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
টঙ্গীবাড়িতে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন । ছবি: যায়যায়দিন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে গুরুত্বপূর্ণ আড়িয়ল সহ দখল-দূষণে কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের মাঠে ঘন্টাব্যাপি সর্বস্তরের জনগন ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়  শতাধিক কৃষক-ছাত্র-জনতা। 

মানববন্ধনকারীরা জানান, টঙ্গীবাড়ি উপজেলাটি কৃষি প্রধান,  উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষের উপর নির্ভর।  অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়ল সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে ।

এতে কৃষি জমিতে পানি সংকট সহ জীব বৈচিত্রের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরাবস্থায় পড়তে হচ্ছে।  

আবার খালের প্রবাহ ঠিক না থাকায় পানি ঠিকমত না নিরসনে সুযোগ হয়না, এতে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়।

এমন অবস্থায় কৃষি সহ জীব বৈচিত্র্য রক্ষায় এসব খাল উদ্ধারে দখল উচ্ছেদ-খনন সহ প্রয়োজনীয়। এবিষয়ে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান সকলে।

পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের নিকট স্মারক লিপি করে মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ।