কালুখালীতে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১২:০৮ | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:১১

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি এলাকায় ২ শিশুকে বলাৎকারের ঘটনায় মোঃ স্বাধীন সরদার (১৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় গত ২ জুলাই সকাল ১১ টায় বলাৎকারের শিকার এক শিশুর মা বাদী হয়ে কালুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ স্বাধীন সরদার রাজবাড়ী সদর উপজেলার চন্দন ইউনিয়নের ডাওকি গ্রামের মৃত হাসাই সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জুন বিকেল আনুমানিক ৪ টার দিকে ওই শিশুটির মা তার বসত বাড়ির পাশে রাস্তার উপর ওই শিশুটি ও প্রতিবেশী এক শিশুর খেলা করতে দেখে। পরে শিশুরটির মা পাশের প্রতিবেশীর বাড়িতে যায়।
এই সুযোগে স্বাধীন সরদার বিকেল আনুমানিক ৫ টার দিকে তার শিশুটি ও প্রতিবেশী শিশুটিকে বিভিন্ন প্রবণ দেখিয়ে খামারবাড়ি এলাকার শিয়াল মারা মাঠের মধ্যে স্বাধীন সরদারের মামা আজাদ খানের পাট খেতে নিয়ে তার শিশু এবং প্রতিবেশী শিশুকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় ওই শিশুটি গতকাল ২ জুলাই সকালে অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুর মা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি বিস্তারিত ঘটনা তার মাকে জানায়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গত ২ জুলাই সকাল ১১ টায় নির্যাতিত শিশুর মা থানায় এসে মামলা দায়ের করে।
পরে অভিযুক্ত আসামি মোঃ স্বাধীন সরদার কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।