নাচোলে জাতীয় ফল মেলার উদ্বোধন
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১২:১৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫।
মেলার উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
এবারের জাতীয় ফল মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা যেখানে ২০০ গ্রাম, সেখানে আমরা খাচ্ছি মাত্র ৫৫-৬০ গ্রাম। এই ব্যবধান কমাতে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে।
তিনি আরও বলেন, চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব করেছি, তেমনি ফল উৎপাদনেও বিপ্লব ঘটাতে চাই। দেশি ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য এর জার্মপ্লাজম সংরক্ষণের কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। দর্শনার্থীরা বিভিন্ন ধরনের দেশি ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফল ক্রয়ের সুযোগ পাচ্ছেন।