পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৩:২১

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত-ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী(বিএসএফ) এর গুলিতে ইব্রাহিম (৩৭) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

সে সাপাহার উপজেলার রোদগ্রাম মৃত সৈয়দ আলীর ছেলে। ইব্রাহীমের গ্রামের সূত্রমতে, বুধবার দিবাগত রাতে ইব্রাহীম মহিষ নিতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।

সে একজোড়া মহিষ নিয়ে ভোরে ফেরার সময় ২২৮নং সীমান্ত পিলার এলাকার ভারতের ৫০০গজ অভ্যন্তরে পৌঁছলে আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে ফলে সে ঘটনা স্থলে মারা যায়। 

পরে বৃহস্পতিবার দুপুরে বিএসএফ সদস্যরা তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম মাসুম জানান, তারা বিষয়টি শুনেছেন। এর সত্যতা নিশ্চিত করা যায়নি। 

তবে তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান। তিনি আরো জানান, ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করেছন।