হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৩:৪৫ | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১৫:৪৭

হবিগঞ্জ প্রতিনিধি
চোরের চুরিকাঘাতে জনিক দাস নামে এক যুবক খুন-ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় চোরের ছুরিকাঘাতে জনিক দাস নামে এক যুবক খুন হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন তার বড় ভাই জীবন দাস। গতকাল বুধবার রাত সাড়ে ৩ টা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.কে.এম সাহাব উদ্দিন শাহীন। 

তিনি জানান চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক চোর শহরের বানিজ্যিক এলাকার দিয়ানতরাম সাহার বাড়ির মহব্বত মঞ্জিলে প্রবেশ করে। 

বিষয়টি আঁচ করতে ওই বাসার ভাড়াটিয়া নরধন দাসের ছেলে জনিক দাস চোরকে আটকের চেষ্টা করেন। এতে চোর তাকে চুরিকাঘাত করে। 

এ সময় জনিক দাস চিৎকার শুনে তার ভাই জীবন দাস এগিয়ে আসলে চোর তাকেও চুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক জনিক দাসকে মৃত ঘোষনা করেন। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতার মর্গে প্রেরণ করা হয়েছে।