হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন  

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৩:৫০

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন-যাযাদি

নোয়াখালী হাতিয়ায় নিজেকে নির্দেষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বুড়িরচর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।

 বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের তিনি এ দাবি জানান।
 
লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রচারিত সংবাদে আমাকে অন্যের বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি বা আমার পরিবারের কোন সদস্য এ ঘটনার সাথে জড়িত ছিল না।

তিনি আরো বলেন, আমার ছেলেকে একটি পক্ষ আক্রমণ করে আহত করে। সংবাদ পেয়ে তাকে দুজন লোক দিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসি।

অবস্থার গুরুত্বর হলে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ অবস্থায় আমি হামলাকারীদের অপেক্ষায় ছিলাম বিষয়টির মীমাংসা করার জন্য। তারা আমার প্রতিবেশী, কিন্তু তারা আসেনি।

 এ অবস্থায় আমি হাতিয়া থানায় একটি মামলা করি। সে মামলার ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। অথচ তারা অভিযোগ করেছে আমার পক্ষ থেকে তাদেরকে দৌড়ানো ও হুমকি দেওয়া হয়েছে। বাস্তবে এ সকল কিছুই তাদের সাথে হয় নাই। প্রকৃত সত্য বিষয়টি উদঘাটন করে সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ সম্মেলনে তিনি জোর দাবি জানান।

তিনি আরো বলেন আমি বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, দলকে সুসংগঠিত করতে মনপ্রান দিয়ে কাজ করছি।

আমার ইউনিয়নে বিএনপি কতটা সুসংগঠিত ছিলো তা সকলে জানেন বিগত সরকার আমলে কতটা অমানুষিক নির্যাতন সয্য করছি তাও সকলে জানেন, তবুও আপোষ করিনি। সেসময় ও আমি এবং আমার পরিবারের সদস্যদের মামলা হামালা পোহাতে হয়েছে।

তখনো আমার উপর প্রতিহিংসা পরায়ন হয়ে আমাকে মন্দির ভাঙ্গার মামলায় ফাঁসানো হয়েছিলো। আমার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিলো।

এখনো ওই কুচক্রী মহল আমার জনপ্রিয়তা কে ভয় পেয়ে আমাকে দাবীয়ে রাখতে অকৌশল নিচ্ছে। হাতিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীরা সে-সব অবগত আছেন।

 আমার লক্ষ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ নিয়ে রাজনীতি করে যাবো। ইনশাআল্লাহ আমাকে দাবীয়ে রাখা সম্ভব নয়। জনগনের অকৃত্রিম ভালোবাসায় আমার মূলধন।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।

 এ ছাড়াও হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।