কক্সবাজারে বোরো ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ১০ হাজার মেট্রিক টন
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৪:১৭

কক্সবাজারে অভ্যন্তরীণ বোরো ২০২৫ সংগ্রহ কর্মসূচি লক্ষ্যমাত্রা নির্ধারণে বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার ২৮৯ মেট্রিক টন।
লক্ষ্যমাত্রা অর্জনে ধান চাল ক্রয় কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। ইতিমধ্যে সফলতার সহিত নির্ধারিত ৩১১৮ মেট্রিক টন ধান সংগ্রহ ও ৪ টি উপজেলায় চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রান্তিক চাষিদের উৎপাদিত ধান চালের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, দেশে খাদ্য সংকট মোকাবেলা এবং আপদকালীন খাদ্য শস্য মজুদ রাখতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে অভ্যন্তরীণ বোরো ২০২৫ সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেন।
কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে ৯ উপজেলায়, সিদ্ধ চাল ২ হাজার ৫০০ মেট্রিক টন, আতপ চাল ৪ হাজার ৬৭১ মেট্রিক টন, ধান ৩ হাজার ১১৮ মেট্রিক টন লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৩১১৮ মেট্রিক টন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
উপজেলা পর্যায়ে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা হচ্ছে, সদর উপজেলা ৩৯৪ মেট্রিক টন, উখিয়া ৭৯০ মেট্রিক টন, টেকনাফ ৩১২ মেট্রিক টন, ঈদগাও ২৬২ মেট্রিক টন, চকরিয়া ১৩৪১ মেট্রিক টম, পেকুয়া ৩২৬ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবু কাউছার জানান, সরকারি নীতিমালা অনুসারে ও নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ করা হচ্ছে।
ইতিমধ্যে ৩১১৮ মেট্রিক টন ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা সফলতা সহিত অর্জিত হয়েছে।
এছাড়াও চলমান চাল সংগ্রহ কর্মসূচিতে সদর উপজেলা, ঈদগাও উপজেলা, পেকুয়া উপজেলা ও টেকনাফ উপজেলায় নির্ধারিত ১২৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করে লক্ষ্যমাত্রা সম্পন্ন করেছে। অবশিষ্ট উখিয়া, রামু ও চকরিয়া উপজেলায় চাল সংগ্রহ পুরো দমে এগিয়ে চলছে। সিদ্ধ চাল ২৫০০ মেট্রিক টনের মধ্যে ৯ শত মেট্রিক সংগ্রহ করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে খাদ্য নিয়ন্ত্রক জানান, গত ১৭ এপ্রিল থেকে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। আশা করছি নির্ধারিত সময়ে মধ্যে চাল সংগ্রহ অর্জিত হবে।
তবে জেলায় ৯ টি উপজেলার মধ্যে মহেশখালী ও কুতুবদিয়ায় মাঠ পর্যায়ে ধান উৎপাদন কম হয় বলে এই ২ টি উপজেলায় ধান চাল সংগ্রহ করা হয় না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুরো ধান চাল সংগ্রহে সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে, ধান প্রতি কেজি ৩৬ টাকা, চাল প্রতি কেজি ৪৮ টাকা ও সিদ্ধ চাল প্রতি কেজি টাকা ৩৯ টাকা।লাইসেন্সধারী মিলারদের নিকট এসব ধান চাল সংগ্রহ করতে পারবে।
সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সুজিত বিহারী দে জানান, বুরো মৌসুমে সরকারের নির্ধারিত সময়ে ৩৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ অর্জিত হয়েছে। এর আগে অনুরূপভাবে ধান সংগ্রহ অর্জন করা হয়।
গুণগত মান নির্ণয় ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধান চাল সংগ্রহ নিশ্চিত করা হয়ে থাকে।