মুরাদনগরে ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার আসামিরা ৩ দিনের রিমান্ডে
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:৩০ | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১৫:৩৪

কুমিল্লার মুরাদনগরের সেই আলোচিত ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেফতার ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে ওই চারজনের রিমান্ড চেয়ে আবেদন করে মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান।
আসামিরা হলেন, মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।
এর আগে, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের প্রবাসীর স্ত্রীকে তার ঘরে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এসময় গ্রেফতার সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে বেদম মারধর করে।
গত শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এঘটনার ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
এদিকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমান পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।