বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক 

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৬:০২

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে লাভলী আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এঘটনায় ঘাতক স্বামী ওয়াহেদ আলীকে আটক করেছে থানা পুলিশ। বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নামাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে ওয়াহেদ আলী (৬৫) ও তার স্ত্রী লাভলী আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। 
এরই জের ধরে বুধবার (২ জুলাই) ভোরে নিজ ঘরে স্ত্রীকে ধারালো ছুড়ি দিয়ে স্ত্রী লাভলীর বুকে এলোপাতারী আঘাত করেন। এ সময় তার ডাকচিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লাভলী আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 
পরিস্থিতি খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্ত্রীকে ছুড়িকাঘাত করায় বকশীগঞ্জ থানা পুলিশ স্বামী ওয়াহেদ আলীকে আটক করে। 
এদিকে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মারা যান লাভলী আক্তার। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু হবে।