বাঁশখালীতে ইয়াবা ও মোটর সাইকেলসহ গ্রেপ্তার ১

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা থেকে ৮ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ শেখ সাইফুর রহমান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। 

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম থানা গেইটস্থ বাঁশখালীর প্রধান সড়কে অভিযান চালিয়ে সাইফুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ওই মাদককারবারীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়ায়। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'বাঁশখালী পৌরসভার প্রধান সড়ক থেকে থানা পুলিশের একটি টিম ৮ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। 

আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।