সৈয়দপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’
নারীর অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয় অংশগ্রহণ জোরদার হবে
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৭:৫৭

জেন্ডার সমতা ও সামাজিক বৈষম্য দূরীকরণে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সৈয়দপুরে গঠিত হলো ‘নাগরিক প্ল্যাটফর্ম’।
বৃহস্পতিবার (৩ জুলাই) সৈয়দপুর উপজেলা বিআরডিবি সভাকক্ষে আয়োজিত এ সভায় প্ল্যাটফর্মটি গঠিত হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপ (জার্মানি)-এর কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাই কমিশন ও সুইস দূতাবাসের আর্থিক সহায়তায় ডেমক্রেসিওয়াচ-এর বাস্তবায়নাধীন ‘ফেসিং প্রকল্প’-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্ম গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্ল্যাটফর্ম সদস্য কাজী জাহিদ এবং সঞ্চালনায় ছিলেন রওনক জাহান রেনু। প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান বলেন, ‘এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে উদ্যোগ এবং জবাবদিহিতা নিশ্চিত হবে।’
তিনি আরও জানান, ‘সদস্যরা প্রশিক্ষণের মাধ্যমে নাগরিক অধিকার, মানবাধিকার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে সচেতন হয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সংযোগ স্থাপন করে সুবিধাবঞ্চিতদের পক্ষে কাজ করবেন।’
প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. আব্দুস সেলিম বলেন, ‘নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্কিং, অংশীদারিত্ব ও নীতিনির্ধারণে অন্তর্ভুক্তি বাড়ানোই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।’
সভায় সর্বসম্মতিক্রমে মো. শফিকুল আলমকে আহ্বায়ক এবং মেহেরুন্নেসাকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কাজী জাহিদ, শাহানাজ বেগম, মমতা বেগম, তরুলতা রায়, মহসিনা বেগম, রওনক জাহান, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন (সুলতান), কৃষ্ণা বাসফোর প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার, সহযোগী সংগঠন উদয়াঙ্কুর সেবা সংস্থার ছালমা আক্তার ও মো. আব্দুর রউফ।
উল্লেখযোগ্য দিক:
এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৈয়দপুরে স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা, নারী অধিকার প্রতিষ্ঠা ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।