বাঁশখালী ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৮:০০

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মেরিন চীফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌধুরীকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচস্য সচিব, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইমরুল কায়েসকে শিক্ষক প্রতিনিধি এবং এনামুল হককে অভিভাবক সদস্য করা হয়েছে।

উল্লেখ্য: ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মেরিন চীফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌধুরী বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত আছেন।