বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৮:১৯

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন হয়েছে। বুধবার (০২ জুলাই) অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন পুলিশের মহা-পরিদর্শক বাহারুল আলম, বিপিএম। করোনাকে সামনে রেখে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীনের উদ্যোগে বাহিনীর সদস্যদের জন্য এ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশে আবারও করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আর এই সময়টাতে অন্যতম ঝুকির মধ্যে থাকেন পুলিশ সদস্যরা। কেননা তারা কঠিন মুহূর্তেও মাঠে থেকে করোনা রোগীদের সেবায় কাজ করেন। এর ফলে অনেক পুলিশ সদস্যই করোনা আক্রান্ত হন।
আগামীর প্রস্তুতি হিসেবে বরিশাল জেলার পুলিশ সদস্যদের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে অক্সিজেন ব্যাংক চালুর উদ্যোগ নেন পুলিশ সুপার শরিফ উদ্দীন। এরই মধ্যে সেখানে ২২ টি অক্সিজেন সিলিন্ডার মজুদ করা হয়েছে।
বুধবার পুলিশের মহা-পরিদর্শক বাহারুল আলম, বিপিএম এ অক্সিজেন ব্যাংকটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মনঞ্জুর মোরশেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার। করোনাভাইরাস সংক্রমণের প্রস্তুতি হিসেবে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, প্রাথমিক পর্যায় ২২ টি অক্সিজেন সিলিন্ডার মজুদ করা হয়েছে।
পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে। আর এগুলো শুধুমাত্র যে পুলিশ সদস্যরাই ব্যবহার করবে এমনটি নয় কাছাকাছি সাধারণ মানুষরাও করোনাকালীন এই সিলিন্ডার ব্যবহার করতে পারবেন বলে জানান পুলিশ সুপার।
এদিন বরিশাল পুলিশ লাইন্সে’র গ্রাটিটিউট হলে আয়োজিত রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পুলিশের মহা-পরিদর্শক। সভায় আইজিপি বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের আইন-শৃঙ্খলা বিষয়ে পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহন করেন আইজিপি। জুলাই আন্দোলনে শহীদ এবং ৭১ এর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আইজিপি বাহারুল আলম বলেন, ৫ আগস্ট এর পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সহিত পুলিশ দায়িত্ব পালন করেছে। সেই অবদানের জন্য ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে।
দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এছাড়া তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে বলেন।