পার্বতীপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি বাবা-ছেলে আটক

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৮:২৬

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে মাদকসহ আটক বাবা-ছেলে: ছবি যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায় জড়িত বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত মন্মথপুর ইউনিয়নের ভবেরবাজার গ্রামীণ ব্যাংক সংলগ্ন বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল।

অভিযানটি নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. রাব্বি আজমান (২৮ বীর)। অভিযানে মৃত রমেশ চন্দ্র রায়ের ছেলে জয় প্রকাশ (৪৪) ও তার ছেলে আকাশ চন্দ্র রায়কে (২১) আটক করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে ৯.৪০ গ্রাম গাঁজা এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটকদের পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।