শিবচরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:০৭

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আফরিনা আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপ–সহকারী কৃষি অফিসারগণ ও দর্শনার্থীগণ।
মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় এবং জাতীয় পর্যায়ের নানা জাতের ফল ও চারা প্রদর্শন করা হয়েছে। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, নারকেলসহ বিভিন্ন ফল এবং ফলদ বৃক্ষের চারাসহ ১০টিরও বেশি স্টল বসেছে মেলায়।
দেশি ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
এবারের সপ্তাহব্যাপী বৃক্ষমেলা চলবে আগামী আগামী ১০ জুলাই পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।