দক্ষিণ অঞ্চলবাসী যোগ্য নেতৃত্ব পেয়েছে: আবুল হোসেন খান
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:১১ | আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১৯:১৭

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল , জাতীয়তাবাদী দল বিএনপির এ সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পটুয়াখালী জেলা ও উপজেলাগুলো, প্রায় দুই সপ্তাহ ধরে পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় রং বেরঙের ব্যানার ফেস্টুন ও তোরনে অপরুপ সাজে সজ্জিত হয়েছে পটুয়াখালীর জনপদ।
জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চোখে মুখে ছিল আনন্দের বন্যা। গতকাল ০২ জুলাই বুধবার তিন সহস্রাধিক নেতা-কর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং জমকালো আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত ) আলতাফ হোসেন চৌধুরী।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকাল দশটায় সম্মেলনের কার্যক্রম শুরু করে গভীর রাত পর্যন্ত উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। সম্মেলনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করা হয় পটুয়াখালীর জেলা বিএনপির নতুন নেতৃত্ব। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহীন।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার,সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন,ভরপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম সিকদার, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান নয়ন, প্রমুখ, অভিনন্দন জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন পটুয়াখালী দক্ষিণ একটি গুরুত্বপূর্ণ জেলা , জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অত্যন্ত কর্মী বান্ধব নেতা,
এবং সাধারণ মানুষের অত্যন্ত পছন্দের রাজনীতিবিদ, তাই এই সম্মেলনের মাধ্যমে পটুয়াখালী তথা দক্ষিণ অঞ্চলের মানুষ যোগ্য নেতৃত্ব পেয়েছে বলে আমি আশা করছি।