নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:১৩

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিকী

নাটোর শহরের আলাইপুরে একটি ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াছিন হোসেন(১৩) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শহরের আলাইপুরে ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেস থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

ইয়াছিন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের ১৫ দিন পর এলাকার সহকর্মীদের সাথে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় কাজে আসে শিশু ইয়াছিন। 

এরপর কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যেতে ইয়াছিন তার পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত দুদিন ধরে কান্নাকাটি করছিল সে। 

আজ বৃহস্পতিবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজের বুয়া রান্না করতে এসে দেখেন বারান্দায় ইয়াছিনের মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু ইয়াছিনের সহকর্মী স্বপন বলেন,  বাড়ি যাওয়ার জন্য ইয়াছিন দুদিন ধরে কান্নাকাটি করছিল। তার বাবা মাকে ফোন করছিল কিন্তু তারা মোবাইল ধরছিল না। সকালে কাজ থেকে খাবার খেতে মেসে আসি। সবাই ভাত খেলেও ইয়াছিন খাইনি। পরে আমরা খাবার শেষ করে কাজে চলে যাই। পরে মেসের খালা এসে দেখেন, সে বারান্দায় ঝুলে আছে। 

আমরা একসঙ্গে থাকতাম এবং খেতাম।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মাহবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, শিশুটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।