রাজিবপুরে ৩১ দফা বাস্তবায়নের বিএনপি'র গনসংযোগ
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:১৪

'তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক ' এই শ্লোগান সামনে রেখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের রাজিবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে গনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত এক সপ্তাহ জুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২৮, কুড়িগ্রাম -৪ ( রাজিবপুর, রৌমারী ও চিলমারী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোখলেছুর রহমান।
গনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নেভি ,উপজেলা বিএনপির সদস্য আকবর হোসেন বাবু, ওমর আলী বেপারী, ফরিদুল হক,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোতালেব, সদস্য সচিব রহুল আমিন মেম্বার, মাস্টার বেলাল হোসেন, আব্দুল মতিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপজেলার টাঙ্গাইল পাড়া বৌ-বাজার, সরদার মার্কেট, শিবিরের ডাঙ্গীবাজার,ধুলাউরী স্লুইসগেটসহ বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড়ে দোকান -পাট, চায়ের দোকানসহ লোকজনের সমাগম স্থলে মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে দলের আদর্শ তুলে ধরেন।
কয়েকটি যায়গায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
বক্তারা আগামী নির্বাচনে ধানেরশীষে ভোট দিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান।
এই আসনে অধ্যাপক মোখলেছুর রহমানকে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ভোটারা একজন শিক্ষিত, সৎ, অভিজ্ঞ রাজনীতিক ব্যক্তি হিসেবে অধ্যাপক মোখলেছুর রহমানকে বিএনপি'র প্রার্থী হিসেবে মনোনয়ন চান।