ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:১৭

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
পুকুড়পাড়ে বৃক্ষরোপণ উদ্বোধন করেন আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় পিকেএসএফ ও গ্রীন ক্লাইমেটের অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেন্জ ড্রট প্রকল্পের (ইসিসিসিপি) আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার মনোহরপুর গ্রামের পুকুর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন ২নং আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক শরিফুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ইমরান হোসেন রোজ,হিসাব রক্ষক ফরহাদ হোসেন, কমিউনিটি মবিলাইজেশান অফিসার (সিএমও) মন্জুরুল ইসলাম, সিএমও অনিক মাহমুদ,ইউপি সদস্য সাদিউল আলম বাবু ও এনামুল হক। 

হিসাব রক্ষক ফরহাদ হোসেন জানান, উপজেলার আগ্রাদিগুন, খেলনা আলমপুর ও আড়ানগর এই ৪টি ইউনিয়নের অসহায় দরিদ্রদের সুবিধার্থে ৩২ লক্ষ ৭৩ হাজর টাকা ব্যায়ে পৃথক ৪টি পুকুর খনন করা হয়েছে এবং ৪টি পৃথক কমিউনিটি ক্লাইমেট এডাবটেশান গ্রুপ ( সিসিএ) গঠন করা হয়। পুকুড় পাড়ে বৃক্ষরোপণ করা হয়। সিসিএ গ্রুপ গুলো গাছ এবং মাছ চাষ থেকে  সুবিধাভোগ করবে। এছাড়াও সিসিএ এর ৩৮০টি পরিবারকে সবজি চাষের জন্য প্রতিটি পরিবারকে ৬হাজার টাকা করে ১১ লাখ ৪০ হাজার টাকা এবং কৃষি উপকরন বাবদ ২হাজার টাকা করে ৩ লাখ ৮০ হাজার টাকা ভার্মি কপোস্ট সার বিতরণ করা হয়।