বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:২৪

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন ইউএনও ফারুক আহমেদ: ছবি যায়যায়দিন

বরিশালের বাবুগঞ্জে সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে ভূমিসেবা সহায়তা কেন্দ্র।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কলেজগেট এলাকায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ। 

এ সময় তিনি বলেন, সরকারি নির্দিষ্ট ফি দিয়ে সহায়তা কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত কাজ করা যাবে। সহায়তা কেন্দ্রের লাইসেন্স ধারী যদি সরকার নির্ধারিত ফি'র বেশি টাকা দাবি করলে আমরা ব্যবস্থা নেব। 
ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার এধরনের সহায়তা কেন্দ্রের লাইসেন্স দিয়েছে। এখানে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান সংগ্রহ, জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে সাধারণ জনগন। 

অনুষ্ঠানে  সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, 
ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ, বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি আজিজুল ইসলাম, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক আরিফুর রহমান, সহ সাংগঠনিক রফিকুল ইসলাম প্রমুখ।

কলেজগেটে ভূমি সহায়তা কেন্দ্রে সেবা দিয়ে থাকবেন আল ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.কাওসার হোসেন।