বরুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:২৭

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: প্রতিকী

কুমিল্লার বরুড়া পৌরসভার সাহারপদুয়ায় দিঘির পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ী সংলগ্ন দিঘিতে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বিপ্লব পোদ্দার ও রিপন পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং বন্নি পোদ্দার। তারা দুজনেই সাহারপদুয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, স্কুলের বিরতির সময় বাড়িতে এসে দিঘির ঘাটলায় শিশুরা হাত মুখ ধুতে গিয়ে দিঘিতে পড়ে যায়। এসময় বাড়ির মহিলারা দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাদের কে পানি থেকে তুলে আনেন।

একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে সাহারপদুয়া গ্রামসহ পুরো বরুড়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং সরজমিনে উপস্থিত হয়ে নিহতদের খোজ খবর নেন। নিহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তাই তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন বাচ্চারা স্কুল থেকে আসার পর বাচ্চারা কোথায় যায়, কি করছে এবং কার সাথে মেলামেশা করছে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। 

শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সহ এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।