শ্যামনগর পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:৩৪

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট  ও ৫০ গ্রাম গাঁজাসহ  দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শ্যামনগর থানা সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার অফিসার  ইনচার্জ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে বুধবার (২ জুলাই) দিবাগত গভীর রাতে  এসআই মোহাম্মাদ বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী ওয়াপদা রোডস্থ জনৈক সাঈদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর  হতে ৪ পিচ ইয়াবা ট্যাবলেট  ও ৫০গ্রাম গাঁজা সহ  পশ্চিমবিড়ালক্ষ্মী গ্রামের মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ রনি(২১),  ও উপজেলার নকিপুর জমিদার বাড়ী সংলগ্ন মৃত বাবু মন্ডলের ছেলে শান্ত মন্ডলকে(২০) গ্রেফতার করেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার মামলা নং-০৭। তারিখ- ৩ জুলাই’২৫। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ বলেন মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।