এইচএসসি পরীক্ষার্থীদের পাশে চৌগাছা ছাত্রদল

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:৩৯

চৌগাছা ( যশোর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

যশোরের চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে চৌগাছা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের জন্য প্রতিটি কক্ষের সামনে বক্সে কলম সরবরাহ করেন। এছাড়াও অভিভাবকদের বসার জন্য স্থান প্রস্তুত করা হয় এবং তাদের মাঝে বিনামূল্যে খাবার পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়।

চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু, উপজেলা ছাত্রদল নেতা শোয়াইব হোসেন, ফুলসারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রানা, জগদীশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক মজনু, পৌর ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন মামুন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ হাসান, পৌর ছাত্রদল নেতা হৃদয় আহমেদ, কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন ইমন প্রমুখ এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমাদের এ ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও ছাত্রদল এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।