সোনাতলায় বোনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৯:৪৩

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
যায়যায়দিন

বগুড়ার সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে ভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন বোনের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রওশন আজিজ (৬২), পিতা মৃত জিলুর রহমান, সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হলেন তার আপন বোন মোছাঃ রাজিয়া সুলতানা (৩০), স্বামী মোঃ মুকুল ইসলাম, সাং-উত্তর আটকরিয়া, ইউনিয়ন-বালুয়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া।

ভুক্তভোগী রওশন আজিজ তার থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, গড়ফতেপুর মৌজার জেএল নং-২৫, সাবেক দাগ নং-৪৭৭ (পশ্চিম দক্ষিণ অংশ) জমির পরিমাণ ০৭ শতাংশ, যা তার নিজের নামে কবলাকৃত সম্পত্তি। দীর্ঘদিন ধরে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তার বক্তব্য অনুযায়ী, ২৭ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে অভিযুক্ত রাজিয়া সুলতানা ২৫ থেকে ৩০ জন ভাড়া করা লোকজন নিয়ে ওই জমিতে গিয়ে দুই কক্ষবিশিষ্ট টিনের ঘরে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে—মোঃ মতিয়ার রহমান, পেশায় কাঠ ব্যবসায়ী।

রওশন আজিজ জানান, পরিস্থিতি দেখে তিনি দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ইতোমধ্যে তার ঘর ভাঙচুর করা হয়েছে এবং ঘরের মালামাল লুট করা হয়েছে। পুলিশ উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, রওশন আজিজ জুমার নামাজ শেষে বাড়ি ফিরে দেখতে পান, অভিযুক্তরা তার স্ত্রী ও কন্যাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং ওই সময় তার বসতঘর থেকে প্রায় ছয় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর মধ্যে ছিল জমির গুরুত্বপূর্ণ দলিল, স্ত্রীর গলার দুই ভরি স্বর্ণের চেইন, এক ভরি স্বর্ণের বালা, চার আনা ওজনের নাক ও কানের স্বর্ণালংকার, ৫০,০০০ টাকা নগদ অর্থ, চারটি মোবাইল ফোন, আসবাবপত্র, ফ্রিজ, গ্যাস চুলা ও সিলিন্ডার।

তিনি আরও উল্লেখ করেন যে, অভিযুক্তরা তার ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ঘরের চারপাশ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় বর্তমানে তিনি ও তার পরিবার নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না। পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আশঙ্কা করছেন পুনরায় হামলার শিকার হতে পারেন।

এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান যে, ওই ঘটনার জন্য একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।