নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ২১:২৯

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাইশারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনটিভির (অনলাইন নিউজ) নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সিহাব উদ্দিন। এ সময় কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ছলিম উল্লাহ, বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম, ইউপি সদস্য আবু তাহের, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইউনুচ সহ স্থানীয় গুণীজন, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা এনটিভির পেশাদারিত্ব, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং গণমানুষের প্রতিনিধিত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “এনটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি এক বিশাল মাধ্যম, যা সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
আলোচনা সভা শেষে কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।