লৌহজংয়ের বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান, আটক ১৪
প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ১৯:৩৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করে পুলিশ, গোয়েন্দা (ডিবি) শাখা ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল।
শুক্রবার (৪ জুলাই) ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ অভিযুক্তদের আটক করা হয়। পরে আটকদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। অপর ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। একজনকে পূর্বের একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম মামলায় আসামিরা হলেন নাদিরা বেগম (৪০), হারুনা বেগম ও মো. সিনারুল ইসলাম (১৯)। এসময় উদ্ধার করা হয় ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৯৮০ টাকা।
দ্বিতীয় মামলায় আসামি আসমাউল ওরফে ইসমাইল (৩৫) ও ইসরাফিল (৪৫)। উদ্ধার করা হয় ৫৮ পিস ইয়াবা এবং নগদ ৫৩ হাজার ৭০০ টাকা।
এছাড়া পুরোনো একটি মামলার এজাহারভুক্ত আসামি মো. এনারুল সরদার ওরফে এনা (৩০)–কেও আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
রুপা (১ মাস), মো. পূর্ণ (২ মাস), মো. রাখেল (২ মাস), মো. ইসমাইল (১০ দিন), কাজল দাস (২ মাস), মো. জয়নাল শেখ (১ মাস), মো. আরিফ (২ মাস), ও লাদেন (১৫ দিন)। প্রত্যেককে জরিমানাও করা হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। যেকোনো প্রান্তে মাদক ব্যবসার তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।