কুমিল্লার ভিক্টোরিয়ায় নজরুল হলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ২০:২৭

স্টাফ রিপোর্টার কুমিল্লা
ছবি : যায়যায়দিন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে আজ এক হৃদয়ছোঁয়া "বিদায় ও বরণ অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়েছে। হল প্রশাসন ও হলে অবস্থানরত শিক্ষার্থীদের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁইয়া বলেন, কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজের অতন্দ্র প্রহরী। 

এ হলের শিক্ষার্থীরা সবসময় কলেজের স্বার্থরক্ষায় সবসময় ভুমিকা রেখে আসছে। তিনি আরো বলেন আজ তোমাদের কারনেই তোমাদের বোনেরা ফয়জুন্নেসা হলে নির্বিঘ্নে বসবাস করতে পারছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল মজিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক জনাব গাজী মুহম্মদ গোলাম সোহরাব হাসান।

অনুষ্ঠানে হলে থেকে  মাস্টার্স সম্পন্ন করা বিদায়ী শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করে বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে কলেজ জীবনের স্মৃতিচারণ করেন। শিক্ষকরা তাঁদের আগামীর পথচলায় সফলতা কামনা করেন এবং দেশ ও সমাজ গঠনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কলেজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। 

বিদায়ী অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম হলের সাবেক সহকারী তত্ত্বাবধায়ক মাসুম মিল্লাত মজুমদার, তরিকুল ইসলাম এবং  সুব্রত পাল, যাঁদের অবদানের জন্য অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কাজী নজরুল ইসলাম হলের তত্ত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের সহকারী ব্যবস্থাপক জনাব শাহজাহান।

আলোচনায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এবং হলের সার্বিক উন্নয়নের বিষয়ে আস্বস্ত করেন।

 অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও আনন্দঘন পরিবেশে ভরা, যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।