মৃগী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১০:৪৯

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে মৃগী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জিল্লুল রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র ভাই পাংশা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন।
কর্মী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড.এস এম মোক্তার কবির খান নান্নু, কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, পাংশা কলেজের সাবেক ভিপি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, জেলা বিএনপির নেতা বিশিষ্ট শিল্পপতি মোঃ মুজাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আইনুল হাবিব, জিয়াউর রহমান জিরু, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা আজমীর হোসেন, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুল রহমান, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, বিএনপি নেতা আনিস মোল্লা প্রমুখ।
আগামী দিনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে কাজ করার আহবান জানান।
বক্তরা বলেন আমাদের রাজনৈতিক অবিভাবক পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার গনমানুষের নেতা সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সকলেই তার হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।
এ সময় মৃগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে মিছিলসহ নেতাকর্মীরা কর্মী সমাবেশে যোগদান করেন।
মৃগী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।