বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১০:৫৪

বরিশালের বাবুগঞ্জে জমির মাটি খুড়তে নিষেধ করায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী ৭মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ৩জন গুরুত্বর আহত হয়েছে।
কুয়েত প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রী আফরোজা আক্তার (২৩) ও আহত প্রতিবেশী ছাত্রদল নেতা মোঃ সাকিবুল হাসান (২১) কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত হালিমা বেগম (৬৫) কে তাৎক্ষনিক বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্বভুতেরদিয়া গ্রামের মাঝি বাড়ী।
হামলাকারীরা হলে, একই গ্রামের লুতফর মাঝির পুত্র মোঃ তরিকুল ইসলাম (২১), মৃত সইজুদ্দিন দুয়ারীর মেয়ে মোসাঃ আকলিমা (৫০), তার ভাই ইউসুফ দুয়ারী (৪৫), মৃত নাজিম উদ্দিন দুয়ারীর পুত্র সরোয়ার দুয়ারী (৩০), মোসলেম হাওলাদারের মেয়ে মোসাঃ মুন্নি (৩০) সহ অজ্ঞাত ৭/৮ জন তাদের উপরে এ হামলা চালায়।
ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। হামলায় আহত আফরোজা আক্তার বলেন, আমাদের ভোগদখলীয় জমি থেকে প্রতিপক্ষরা মাটি খনন করে অন্যত্র নেয়ার কাজ করছিলো।
এসময়, আমার মা হালিমা বেগম তাদের মাটি কাটতে নিষেধ করলে তারা কোনো কথার কর্ণপাত না করেই আমার মায়ের সাথে খারাপ আচরণ করে। একপর্যায়ে তরিকুল ও আকলিমা আমার মায়ের উপর হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে আমি এগিয়ে গেলে তারা আমার উপরও হামলা চালায়।
তিনি আরও বলেন, তারা আমাদের প্রতিবেশী হওয়ায় তারা আমার অন্তঃসত্বা জানা সত্বেও তারা আমার পেটে ও মুখে আঘাত করে। হামলার বিষয়ে অপর আহত বাবুগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল হাসান বলেন, হামলার ঘটনা শুনে আমিসহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আমাদের উপরও অতর্কিত হামলা চালায়।
এসময় আমার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করলে আমি ঘটনাস্থলেই অচেতন হয়ে পরি। পরবর্তীতে স্থানীয়রা আমাদের সকলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানায় আহতর পরিবার। এবিষয়ে, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, হামলার ঘটনা শুনে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আহতর পরিবার একটি অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।