কালুখালীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি উন্মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১০:৫৭

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
 রাজবাড়ী জেলাধীন কালুখালী সরকারি  কলেজ কেন্দ্রে এইচএসসি উন্মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত -যাযাদি

রাজবাড়ী জেলাধীন কালুখালী সরকারি  কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এইচএসসি পরীক্ষা ২০২৫ এর প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার ৪ জুলাই প্রথম দিনে সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষায় বাংলা ১ম বিষয়ে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রে ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন অংশগ্রহণ করে। 

পরীক্ষা চলাকালীন সার্বিক দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালুখালী সরকারী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ খান, সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক  সুপারভাইজার মোঃ মামুন অর রশিদ, পরীক্ষার সমন্বয়কারী হিসাবে প্রভাষক মোঃ শফিকুল ইসলাম আজাদ, মোঃ আবু বকর সিদ্দিক, কক্ষ পরিদর্শক হিসেবে প্রভাষক ডক্টর নবারুণ কুমার বিশ্বাস,  অমরেশ কুমার সাহা, মোঃ আব্দুল মতলেব আলী ও মোঃ রাশেদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন  দায়িত্বে ছিলেন।