মাছের সঙ্গে এ কেমন শত্রুতা! 

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১২:১১

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক দশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ-যাযাদি

ময়মনসিংহের ফুলপুরে পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক দশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (৪ জুলাই) মধ্যরাতে শত্রুতা করে এরশাদুল হাসান হিমেলের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। আজ শনিবার সকালে যায়যায়দিনকে এই তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি। তিনি ইমাদপুর গ্রামের গোলাম বাচ্চুর ছেলে। 

হিমেল জানান, আমার মালিকানাধীন পুকুরে মধ্যরাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় দশ লাখ টাকার মাছ মারা যায়। আমার ধারণাও ছিল না, এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। 

এলাকার কারও সঙ্গে আমার ব্যক্তিগত বিরোধ নেই। মাছের সঙ্গে এ ধরনের শত্রুতা কারা কেন করেছে তা জানি না। এ ঘটনায় আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। 

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি যায়যায়দিনকে জানান, অভিযোগ পেলে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।